কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে চার নারী, চার শিশু, এক পুরুষসহ নয় রোহিঙ্গাকে আটক করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টায় জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটকদের পরিচয় পাওয়া যায়নি।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়টি পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখাকে অবহিত করা হয়েছে।
সেখান থেকে নির্দেশনা আসার পর ক্যাম্পে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে
পারে বলেও জানান তিনি।




















