গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডের কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাকচালক শাজাহান (৪৫), হেলাপর সোহাগ (২৮) ও হেলপার নয়নের (২৫) নাম পরিচয় পাওয়া গেছে। নিহত অপরজন নারী। তিনি ওই বাসের যাত্রী বলে জানা গেছে।
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, দুপুরে পোনা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে বাগেরহাটগামী বলেশ্বর নামে একটি বাসের সঙ্গে ইট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দু’টি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও দুই হেলপারের মৃত্যু হয। এতে আহত হন উভয় গাড়ির অন্তত ১১ জন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে এক নারীর মৃত্যু হয়।
কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।




















