কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: আবুল কালাম ও বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর গ্রামের রউফ মিয়াকে প্রকাশ খালু’কে মাদক সহ আটক করে বুড়িচং থানার পুলিশ।
পুুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ঘটিকায় জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া গ্রামে বাবুল মিয়ার ছেলে মো: আবুল কালাম’কে বুড়িচং এসআই ইমামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা সহ তাকে আটক করে।
অপর দিকে সোমবার একই উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর গ্রামের (বিশার বাড়ি) মৃত সৈয়দ আলীর ছেলে ও কুখ্যাত মাদক ব্যবসায়ীর মো: রউফ মিয়া প্রকাশ খালু’কে গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর বাজার থেকে ১৭ কেজি গাঁজা সহ তাকে আটক করে।
এব্যাপারে বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।




















