ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের বিএম ফরহাদ হোসেন সংগ্রাম জয়ী হয়েছেন। ৭৪টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে।
সূত্রে জানা গেছে, এতে আওয়ামী লীগের বিএম ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৮৩ হাজার ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী রেজুয়ান আহমেদ পেয়েছেন ৩৪ হাজার ৯০১ ভোট। ইসলামী ঐক্যজোট প্রার্থী একে এম আশরাফুল হক পেয়েছেন ৫৬৮ ভোট
এ আসনে মোট ভোট সংখ্যা ২ লাখ ১৪ হাজার। এই উপ-নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ৮ হাজার ৪৮৩। এই অনুসারে শত করা ৫৫ ভাগ ভোট কাষ্ট হয়।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির (জাপা) রেজওয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী আশরাফুল হক।






















