ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলায় ১৬২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডুয়েল-ফুয়েল ভিত্তিক আইপিপি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। জেলার সিংগাইরে যৌথভাবে কেন্দ্রটি স্থাপন করবে চায়না কোম্পানি কনসোর্টিয়াম অব চ্যাংজু হু টাং কোল পাওয়ার লিমিটেড এবং বাংলাদেশের কোম্পানি বাংলাদেশ এ্যান্ড চেস পাওয়ার লিমিটেড।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, নতুন এ বিদ্যুৎ কেন্দ্রটির মেয়াদ হবে ১৫ বছর। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকার প্রতি কিলোওয়াট ৮ টাকা ২৮৬৮ পয়সায় বিদ্যুৎ কিনবে। এছাড়া বৈঠকে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী সড়ক গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন জগন্নাথকাঠি চন্দনকাটি জিসি সড়কে ১৫৩৫০ মিটার চেইনেজে কালিগঙ্গা নদীর উপর ৬০০ মিটার ব্রিজ নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এটি নির্মাণ করবে নাভানা কনষ্ট্রাকশন।
এতে ১১৫ কোটি ৪ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান। তিনি আরো বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন ‘ঢাকাস্থ লালমাটিয়া নিউকলোনীতে ৭টি জরাজীর্ণ ভবনের স্থলে ১২০টি (সংশোধিত ১৩০টি) আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ভবন নির্মাণ কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ৩২ কোটি ৭৭ লাখ টাকা। সেটা ৮ কোটি ৬৯ লাখ টাকা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৪১ কোটি ৪৭ লাখ টাকা। বৈঠকে কুমিল্লা (টমছম ব্রিজ) নোয়াখালি (বেগমগঞ্জ) আঞ্চলিক মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর ১ ও প্যাকেজ নম্বর ৩ এর দুইটি পৃথক পৃথক ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
১৯৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ১ নম্বর প্যাকেজটি বাস্তবায়ন করবে শামিম এন্টারপ্রাইজ ও ন্যাশনাল ডেভেলপমেন্ট লিমিটেড। প্যাকেজ ৩ এর কাজটি ১৯৪ কোটি টাকা ৯৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করবে যৌথভাবে তাহের ব্রাদার্স, রানা বিল্ডার্স এবং হাসান বিল্ডার্স। এনইপিসি কনসোর্টিয়াম পাওয়ার লিমিটেড কর্তৃক পরিচালিত হরিপুর ১১০ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল ভিত্তিক বার্জ মাউন্টেড বিদ্যু কেন্দ্র থেকে আরো দুই বছর বিদ্যুৎ ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। এ বিদ্যুৎ কেন্দ্র থেকে আরও দুই বছর ১৫ টাকা ৪৪ পয়সায় প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে সরকার। ভারতের খোলা বাজার থেকে কেনা ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মেয়াদ আবারো ৬ মাস বাড়ানোর একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।






















