খুলনার খান জাহান আলী সেতু সংলগ্ন রূপসা নদীতে সিমেন্টের কাঁচামালসহ ‘এমভি বিবি-১১৩৪’ নামে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৩টা ২০মিনিটে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী আব্দুল্লাহ বলেন, জাহাজটি সেভেন রিংস সিমেন্ট কারখানা বরাবর রূপসার মাঝ নদীতে নোঙ্গর করা ছিলো। দুপুর সোয়া ২টার দিকে হঠ্যাৎ বিকট শব্দে তলা ফেটে এ কার্গো জাহাজটির সামনের অংশ ডুবতে শুরু করে। বিকেল ৩টা ২০মিনিটে সম্পূর্ণ জাহাজটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে, জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিলো। তবে তাৎক্ষণিকভাকে জাহাজটির মালিক কে তা জানা যায়নি।
এদিকে জাহাজ ডুবির ঘটনা শুনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), কোস্টগার্ড ও নৌবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রূপসা নদীতে জাহাজ ডুবির ঘটনা শুনেছি। জাহাজে কি ছিলো তা এখনও জানতে পারিনি।
তবে উদ্ধার কাজে কোস্টগার্ডের এক সদস্য জানিয়েছে জাহাজটিতে এক হাজার ৩৫ মেট্রিকটন সিমেন্টের কাঁচামাল ছিলো।




















