নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত শেষ করতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান।
নেপালে বিধ্বস্ত বিমানটি ২০০১ সালে তৈরি। এটির এ-চেক হয়েছে ডিসেম্বরে। মাত্র ২৮ হাজার ল্যান্ডিং করেছে। এই এয়ারক্র্যাফ্ট ৮৬ হাজার ল্যান্ডিং করতে পারে কমপক্ষে। মাত্র ১৯ হাজার ঘণ্টা ফ্লাই করেছে।
গেলো সোমবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেসরকারি এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৫১ জন নিহতের খবর পাওয়া গেছে।
কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে এ পর্যন্ত ৭০টি দুর্ঘটনা হয়েছে, যাতে ৬৫০ জনের বেশি লোক নিহত হয়েছে।






















