ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকার যানজটে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই যানজট টোলপ্লাজা থেকে দাউদকান্দির গৌরীপুর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা অনেক যাত্রী ও পণ্যবাহী যানবাহন ধীরগতিতে চলার কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
যাত্রী ও চালকদের অভিযোগ ‘ওজন নিয়ন্ত্রণ স্কেলে সংশ্লিষ্টদের অবৈধ বাণিজ্যের কারণে ফোরলেনের সুফল ম্লান হচ্ছে।’ জানা যায়, ঢাকা চট্টগ্রাম ফোর লেন সড়কের যানবাহনের গতি ডাবল লেনের মেঘনা গোমতী ব্রিজে গিয়ে যানজটে থেমে যাচ্ছে। এছাড়াও দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে অবৈধভাবে টাকা আদায় নিয়ে পণ্যবাহী যানবাহনের চালকদের সঙ্গে সংশ্লিষ্টদের দর কষাকষির কারণে যানবাহনের গতি কমে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। যাত্রী ও চালকদের অভিযোগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোর লেন হওয়ার কারণে মহাসড়কের অন্য কোথাও তেমন যানজট সৃষ্টি না হলেও টোল প্লাজায় পণ্যবাহী যানবাহন থেকে বখরা আদায় করতে গিয়ে ঢাকামুখী অংশে প্রতিদিনই কম-বেশী যানজট লেগেই থাকে।
ঢাকাগামী এশিয়া লাইনের যাত্রী মীর শাহ আলম, জাহিদ হাসানসহ যাত্রীরা জানান, যানজটের কারণে দাউদকান্দির গৌরিপুর থেকে সকাল ৭টায় টোল প্লাজায় পৌঁছতে সময় লেগেছে প্রায় ৩ ঘণ্টা। হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ওসি আবুল কালাম আজাদ বিজনেস বাংলাদেশকে জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ বেশি থাকে। এ যানজট স্থায়ী হচ্ছে না। যানজট নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা চলছে।






















