সাত দিন পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে অপহৃত ব্যবসায়ী সজল চৌধুরী বাসায় ফিরেছেন। রবিবার ভোর রাতে তিনি বাসায় ফেরেন।
ভাটারা থানার ওসি এসএম আলিমুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা তার সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছি। আরো কথা বলবো। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ১১ মার্চ রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের ১৩ নম্বর সড়কের ৯৩৮ নম্বর বাড়ির ছয় তলা ভবনের দ্বিতীয় তলা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় সজল চৌধুরীকে। পরে ১৬ মার্চ ভাটেরা থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করে তার পরিবার।
সজল চৌধুরী জাহাজ ভাঙা ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত। বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে একটি ছয়তলা ভবনের দোতলায় মা দেলোয়ারা ও কিশোর ছেলেকে নিয়ে ভাড়া থাকেন সজল।






















