০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

রূপগঞ্জে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৬ বছর বয়সী কিশোরীকে গণধর্ষণের ঘটনায় চার প্যাকেজিং শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার তারাব সুলতানা কামাল সেতুর পাশে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, রাতুল, বাবর আলী, আব্দুর রহিম ও ছফু মিয়া।

এ ব্যাপারে সোমবার রাতে ওই কারখানার শ্রমিকের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কারখানা শ্রমিক ও তার মা পরিবারসহ উত্তর তারাব এলাকায় বসবাস করেন। তার মেয়ে রূপগঞ্জের পাশর্^বর্তী ডেমরা থানার স্টাফ কোয়াটার এলাকায় একটি প্যাকেজিং কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে কাজ শেষে সুলতানা কামাল ব্রীজ হয়ে বাড়িতে যাচ্ছিল।

এসময় ওই প্যাকেজিং শ্রমিক ব্রীজের পূর্বপাশে পৌছাঁলে রাতুল (২৫), বাবর আলী (২৫), রহিম (৩৮), সফু (৪০), আঃ রহমান (৩৮) মিলে ওই কিশোরীকে তারাব ইউনিয়নের (বর্তমান পৌরসভা) সাবেক চেয়ারম্যান মোজাম্মেল চেয়ারম্যানের কেয়ারকেটার মন্টুর কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। ধর্ষণের ঘটনা মামলা বা কাউকে জানালে জানে মেরে ফেলবে বলে হুমকি ধামকি প্রদান করেন। গত ২৩ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে উক্ত অভিযুক্ত আসামীরা পূনরায় ওই কিশোরীকে গণধর্ষণ করেন। গত সোমবার রাতে এ ব্যাপারে ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর কয়েক ঘন্টার মধ্যেই চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রূপগঞ্জে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-৪

প্রকাশিত : ০৪:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৬ বছর বয়সী কিশোরীকে গণধর্ষণের ঘটনায় চার প্যাকেজিং শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার তারাব সুলতানা কামাল সেতুর পাশে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, রাতুল, বাবর আলী, আব্দুর রহিম ও ছফু মিয়া।

এ ব্যাপারে সোমবার রাতে ওই কারখানার শ্রমিকের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কারখানা শ্রমিক ও তার মা পরিবারসহ উত্তর তারাব এলাকায় বসবাস করেন। তার মেয়ে রূপগঞ্জের পাশর্^বর্তী ডেমরা থানার স্টাফ কোয়াটার এলাকায় একটি প্যাকেজিং কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে কাজ শেষে সুলতানা কামাল ব্রীজ হয়ে বাড়িতে যাচ্ছিল।

এসময় ওই প্যাকেজিং শ্রমিক ব্রীজের পূর্বপাশে পৌছাঁলে রাতুল (২৫), বাবর আলী (২৫), রহিম (৩৮), সফু (৪০), আঃ রহমান (৩৮) মিলে ওই কিশোরীকে তারাব ইউনিয়নের (বর্তমান পৌরসভা) সাবেক চেয়ারম্যান মোজাম্মেল চেয়ারম্যানের কেয়ারকেটার মন্টুর কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। ধর্ষণের ঘটনা মামলা বা কাউকে জানালে জানে মেরে ফেলবে বলে হুমকি ধামকি প্রদান করেন। গত ২৩ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে উক্ত অভিযুক্ত আসামীরা পূনরায় ওই কিশোরীকে গণধর্ষণ করেন। গত সোমবার রাতে এ ব্যাপারে ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর কয়েক ঘন্টার মধ্যেই চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ