নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান বিধ্বস্তে নিহত যেসব বাংলাদেশির মরদেহ সনাক্ত করা গেছে তাদের মরদেহ সোমবার দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন ইউএস বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ।
রবিবার নেপালে টিচিং হাসপাতালের মর্গের বাইরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ইউএস বাংলার সিইও বলেছেন, রবিবার বিকেল ৪টায় মরদেহ গোসল শেষে কফিনে ঢোকানো হবে, সোমবার সকাল ৬টায় দূতাবাসে জানাযা পড়ানো শেষে নিহতদের স্বজন ও ডাক্তাররা ঢাকায় রওনা হবেন। পরে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে মরদেহগুলো দেশে পাঠানো হবে।
উল্লেখ্য, ১২ মার্চ ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। এতে ৫১ যাত্রীর প্রাণহানি ঘটে। বাকিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়।






















