জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেছেন, এক শ্রেণির দালাল চক্রের হাতে পড়ে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে। অবৈধভাবে এই সব দালালচক্র বিদেশে লোক পাঠালেও বিদেশের মাটিতে তাদের বিপাকে পড়তে হচ্ছে। এজন্য সরকার অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যম ব্যতিত কারো প্রলোভনে পড়ে বিদেশে কাজ করতে না যাওয়ার আহ্বান জানান তিনি।
‘অবৈধ শ্রম অভিবাসন রোধ নীতিমালা’ শীর্ষক এক আলোচনা সভায় রবিবার তিনি এ আহ্বান জানান। রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড ডেভোলপমেন্ট (আইআইডি) এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান নির্বাহী সাইদ আহমেদ।
এ সময় তিনি বিদেশে যেতে ইচ্ছুকদের সতর্ক হওয়ার পরামর্শ দেন। একইসঙ্গে বিদেশে মানব সম্পদ প্রেরণের বিষয়ে সতর্কতা অবলম্বনেরও আহ্বান জানান।
ডেপুটি স্পিকার আরও বলেন, আজ বাংলাদেশ স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে চলে এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত থাকলে বাংলাদেশ এতদিন মালয়েশিয়ার উর্ধ্বে অবস্থান করত। বাংলাদেশের যেখানে মালয়েশিয়া থেকে শ্রমিক আনার কথা ছিল, সেখানে আজ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে হচ্ছে।






















