১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রী বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান এবং যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ড সফরের নানা বিষয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিকেল ৪টায় অনুষ্ঠেয় এ সংবাদ সম্মেলনে গণভবন প্রান্তে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকরা যুক্ত থাকবেন। গতকাল প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। তিনি ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে কয়েকটি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন, রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণও দেন।

২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে তাঁর সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

প্রধানমন্ত্রী বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন

প্রকাশিত : ১১:০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান এবং যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ড সফরের নানা বিষয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিকেল ৪টায় অনুষ্ঠেয় এ সংবাদ সম্মেলনে গণভবন প্রান্তে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকরা যুক্ত থাকবেন। গতকাল প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। তিনি ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে কয়েকটি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন, রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণও দেন।

২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে তাঁর সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার