মিরপুরের মধ্য পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে একটি তিনতলা বাড়িতে সন্ত্রাসীদের সাথে গুলাগুলিতে গুলিবিদ্ধ পুলিশ সদস্য ইন্সিফেক্টর জাহাঙ্গীর মৃত্যুবরণ করেছেন। সোমবার রাত ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ এ তথ্য জানিয়েছেন।
এর আগে সোমবার মধ্যরাতে মিরপুরের মধ্য পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে একটি তিনতলা বাড়িতে পুলিশ অভিযানে যায়। এ সময় জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছিলেন, আমাদের কাছে তথ্য ছিল মধ্য পীরেরবাগে একটি তিনতলা ভবনে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক নিয়ে সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম সেই বাসায় অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ইন্সিফেক্টর জাহাঙ্গীরের মাথায় গুলি লাগলে তিনি বাসার দেয়াল ও সীমানা প্রাচীরের মধ্যখানে পড়ে যান। পরে উদ্ধার করে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।
এদিকে, ঘটনাস্থল থেকে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।























