ফেনীর বারাইপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হন। বুধবার ভোর সাড়ে ৪টার এ দুর্ঘটনা ঘটে। এখনো হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ আবদুল আলিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী তুর্ণা নিশিতা ট্রেনটি একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। এসময় আরও দু’জন আহত হন। আহত ও নিহতদের ফেনী সদর হাসপাতালে নেয়া হয়েছে।




















