চট্টগ্রাম নৌবাহিনী অ্যাকাডেমিতে বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি চট্টগ্রামে পৌঁছান।
এছাড়াও প্রধানমন্ত্রী নৌবাহিনীর কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।
পটিয়ায় শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর পটিয়ায় নেতাকর্মী ও জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
জনসমাবেশ শুরুর আগে চট্টগ্রামের উন্নয়নে গৃহীত ৪১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
চলতি বছরের ৩০ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরুর পর থেকে বরিশাল, রাজশাহী ও খুলনা সফর শেষে এবার চট্টগ্রাম গেলেন প্রধানমন্ত্রী।




















