সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে নির্বাচিত বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন ও গাইবান্ধা-১ আসনে নির্বাচিত শামীম হায়দার পাটোয়ারী শপথ নিয়েছেন।
বুধবার নবনির্বাচিত দুই এমপিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদে তার কার্যালয়ে এই শপথ হয়। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, মো. শাহাব উদ্দিন, জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম, মো. তাজুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত নারী আসনের নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম মমতাজ উপস্থিত ছিলেন।

























