মহামারি করোনা ভাইরাস তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এ ভাইরাসের সংক্রমণ রোধে দেশে ধাপে ধাপে কঠোর বিধিনিষেধ দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে। সবশেষ একদিনে দেশে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। গত একদিনে দেশে ২১১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত ২৮ জুলাই দেশে ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
আগের সাত দিনে দেশে যথাক্রমে ১৬৬, ৩০৫, ২৯৪, ৩০৬, ২৭৬, ২৮৯, ২৭৫ ও ২৭৮জন রোগী শনাক্ত হয়। সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জনে। গত একদিনে দেশে ১৭ হাজার ২২৬ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। এর আগের একদিনে শনাক্তের হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ।
এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৮৭০ জনের। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। একনজরে দেশের করোনার চিত্র নতুন করে শনাক্ত হয়েছেন: ২১১ জন মোট আক্রান্তের সংখ্যা: ১৫৬৯৫৩৯ জন একদিনে মৃত্যু হয়েছে: ৬ জনের মোট মৃত্যু হয়েছে: ২৭৮৬৮ জনের একদিনে সুস্থ হয়েছেন: ২৭৬ জন মোট সুস্থ হয়েছেন: ১৫৩৩৪২৩ জন ।
গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। গত ১০ আগস্ট ও ৫ আগস্ট দেশে করোনায় মারা যান ২৬৪ জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। আগের সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ৮, ৮, ৬, ৭, ৬, ৫, ৯ ও ৯ জন। সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬৮ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।
গত একদিনে দেশে আরও ২৭৬ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ।