গত একদিনে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৭ জন মারা গেছেন । দেশে গত একদিনে আরও ১৪০ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এরমধ্যে ১১০ জন ঢাকায় এবং বাকি ৩০ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় শনাক্ত হয়েছে।
তবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৭ জন মারা গেছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ৬২৬ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৪৯৮ জন রোগী ঢাকার ৪৬ টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।
আর বাকি ১২৮ জন রোগী ঢাকার বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৬ জনে। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৯৮ জন।
অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১২৮ জন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২৫ হাজার ৭৭৪ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২৫ হাজার ০৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।















