রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। শনিবার শেষ দিন। মেলায় ভ্রমণ পিপাসুদের জন্য নানা অফার ও আকর্ষণীয় ট্যুর প্যাকেজ সুবিধা দেয়া হচ্ছে।
শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শনিবার সকাল থেকেই পর্যটন বিষয়ক নানা খোঁজ-খবর নিতে ভ্রমণ পিপাসুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তারা স্টলে স্টলে ঘুরেছেন, নিয়েছেন নানা তথ্য। আর মেলা উপলক্ষ্যে নানা অফার-প্যাকেজ থাকায় দর্শনার্থী-পর্যটন প্রেমীদের আগ্রহও ছিল বেশ। বিভিন্ন স্টলঘুরে দেখা গেছে মাউনটেন্ট ক্লাব ট্যুর পর্যটকদের জন্য নিয়ে এসেছে ভূটান,কলকাতা, শ্রীলংকা, মালদ্বীপ, সিডনি ভ্রমণের নানা প্যাকেজ। ট্যুর ক্লাবটির এক্সিকিউটিভ (ভিসা) মিনহাজ উদ্দীন জানান, তারা পর্যটকদের জন্য বিভিন্ন ভ্রমণ প্যাকেজ, অফার দিয়েছেন।
যে কারণে পর্যটন প্রেমীদের বেশ সাড়া পাচ্ছেন তারা। এরমধ্যে ভূটানে ৩ রাত ৪ দিনের প্যাকেজে খরচ পড়বে ৪০ হাজার টাকা, ৪ রাত ৫ দিনের প্যাকেজে মাথা প্রতি গুণতে হবে ৪৪ হাজার টাকা। এ ছাড়া কলকাতায় ৩ দিন ৪ রাতের জন্য খরচ পড়বে ২৭ হাজার ৬০০ টাকা। এগুলোর মধ্যে রয়েছে বিমান টিকিট, হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থাসহ নানা অফার। অপরদিকে শ্রীলংকায় ২ রাত ৩ দিনের প্যাকেজ ৬৩ হজার ৫০০ টাকা, ৩ রাত ৪ দিনের প্যাকেজে ৭২ হাজার টাকা।
আর যদি কেউ মালদ্বীপ ও শ্রীলংকা মিলে ৪ রাত ৫ দিনের প্যাকেজ নিতে চান তাহলে খরচ পড়বে ৯৯ হাজার ৫০০ টাকা। আর সিডনিতে ৮ রাত ৯ দিনের একটি বিশেষ প্যাকেজে বিমান টিকিট, হোটেলে থাকা-খাওয়ার বিভিন্ন অফারসহ এই প্যাকেজটির খরচ পড়বে ১ লাখ ৫৯ হাজার টাকা। এ ছাড়া এয়ার হোম ট্যুর অ্যান্ড ট্রাভেলস নেপালে ৩ দিন ২ রাতের জন্য একটি প্যাকেজের মূল্য ধরেছে ২১ হাজার টাকা, ভূটানে ৪ দিন ৩ রাতের একটি প্যাকেজ মূল্য দিয়েছেন ৩৬ হাজার ৫০০ টাকা।
পাশাপাশি সিঙ্গাপুরে ৩ দিন ২ রাতের প্যাকেজ মূল্য ৩০ হাজার ৫০০ টাকা, মালোয়েশিয়া ৩ দিন ২ রাতের প্যাকেজ ২৯ হাজার ৫০০, ব্যাংককে ৩ দিন ২ রাতের প্যাকেজ মূল্য ২৭ হাজার ৫০০ টাকা। সব প্যাকেজেই অন্তর্ভুক্ত রয়েছে বিমান টিকিট, হোটেলে থাকা-খাওয়াসহ সব ব্যবস্থা। অন্যদিকে এয়ার এরাবিয়া ৪৯ হাজার ৯৯৯ টাকায় ঢাকা-দুবাই রিটার্ন টিকিটসহ ভিসা, হোটেলে ৩ রাত থাকা খাওয়াসহ একটি প্যাকেজ অফার করছে তারা। আয়োজকরা জানান, মেলায় বাংলাদেশসহ ৪৮টি প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে তাদের সেবা প্রদর্শন করা হচ্ছে।
থাকছে বিশেষ ছাড় ও ভিসা প্রসেসিংয়ের ব্যবস্থা। প্রবেশ কুপনের ওপর মেলার শেষ দিন শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রান্ড র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। ড্রয়ে বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রাত্রীযাপন, লাঞ্চ ও ডিনার কুপনসহ বিভিন্ন পুরস্কার। এ ছাড়া মেলা চলাকালে হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন পণ্য ও সেবা দেয়া হচ্ছে। মেলায় একাধিক স্টল ঘুরে বিদেশ ভ্রমণের নানা তথ্য নিচ্ছিলেন ব্যবসায়ী সিদ্দিকুর রহমান।
স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন তিনি। বিজনেস বাংলাদেশকে তিনি বলেন, বিদেশ ঘুরতে যাওয়া আমাদের অনেকটাই নেশায় পরিণত হয়েছে। মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান নানা প্যাকেজ অফার দেয়। সে কারণেই এ বিষয়ে খোঁজ নিতে মেলায় আসা। তুলনামূলক কম খরচে যারা বিদেশ ভ্রমণ করতে চান তাদের জন্য এই মেলা উৎকৃষ্ট জায়গা। তিনি বলেন, ‘বিভিন্ন প্যাকেজ অফার সম্পর্কে জানলাম, এখন যাদেরটা বেশি ভালো অফার তাদের প্যাকেজে নেপাল যেতে চাই। মেলায় মাসে ২ হাজার ৮৮৮ টাকা পরিশোধ করে বিমানযোগে কলকাতা ভ্রমণের সুযোগ দিচ্ছে নভোএয়ার।
৩ দিন ২ রাতের এই ভ্রমণ প্যাকজটির জন্য ৬ মাসের মধ্যে পুরো টাকা পরিশোধ করতে হবে। সে সময় পর্যটকদের রাখা হবে হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে। মেলায় নভোএয়ার স্টলের দায়িত্বে থাকা সেলস এক্সিকিউটিভ জারিদ আহমেদ এ তথ্য জানান। এ ছাড়া মাসে ১ হাজার ৭৭৭ টাকা পরিশোধ করে ৩ দিন ২ রাত বিমানযোগে কক্সবাজার ঘুরে আসার সুযোগও দিচ্ছে নভোএয়ার। এই প্যাকজটিতেও ৬ মাসের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এ প্যাকেজ গ্রহণের সুযোগ থাকছে। বিশ্বকাপের সময় রাশিয়া ঘুরে আসার নানা ট্যুর প্যাকেজ-অফার চলছে মেলায়।
৬ দিন ৫ রাতে রাশিয়া ঘুরে আসার প্যাকেজ দিচ্ছে মাউন্টেইন ক্লাব ট্যুরস। ২ লাখ ৯৬ হাজার ৫০০ টাকার এই প্যাকেজে এয়ার টিকিট, ৫ দিন ৬ রাত হোটেলে থাকা, ৫টি ব্রেকফাস্ট, ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ টিকিট, ট্রান্সপোর্ট, ৫ ডিনার, ১ লাঞ্চ, ভিসা সহযোগিতাসহ নানা সেবা থাকছে প্যাকেজটিতে। মাউন্টেইন ক্লাব ট্যুরসের নির্বাহী (ভিসা) মিনহাজ উদ্দীন বলেন, আন্তর্জাতিক পর্যটন মেলায় দর্শনার্থীরা এসে ভ্রমণ বিষয়ক নানা খোঁজ খবর নিচ্ছেন।
যেহেতু আগামীতে বিশ্বকাপ তাই রাশিয়ার ভ্রমণ প্যাকেজে মানুষের অনেক আগ্রহ আছে। এদিকে বিমান টিকিট ছাড়া ১ লাখ ৪৫ হাজার টাকা মূল্যে রাশিয়ায় ৫ দিন ৪ রাতের একটা প্যাকেজ অফার দিচ্ছে গ্লোবাল এক্সপ্লোর লিমিটেড। প্রতিষ্ঠানটির সেলস এজেন্ট অফিসার হাসিবুর রহমান সোহেল জানান, এই স্পেশাল প্যাকেজটির মধ্যে আছে ৫ দিন ৪ রাত ব্রেকফাস্টসহ হোটেলে থাকা, এয়ারপোর্ট পিকআপ-ড্রপ, বুলেট ট্রেনে ভ্রমণ, সিটি ট্যুর, ইনভাইটেশন, ভাউচারসহ নানা কিছু।
এ ছাড়া এসব প্যাকেজ স্পট বুকিং দিলে থাকছে বিশেষ ছাড়। ঢাকা ট্রাভেল মার্ট-২০১৮ নামের এ মেলা উপলক্ষ্যে নির্দিষ্ট রুটে ২০ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থার ট্যুর ডেভলপমেন্ট অ্যান্ড বিমান হলিডেসের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম আনিসুর রহমান এ তথ্য জানান। তিনি বিজনেস বাংলাদেশকে বলেন, ২০ শতাংশ মূল্যছাড়ের জন্য প্রযোজ্য রুটগুলোর মধ্যে রয়েছে কলকাতা,কাঠমান্ডু, ইয়াঙ্গুন,ব্যাংকক, সিঙ্গাপুর ও কুয়ালালামপুর। এ ছাড়া বিমান হলিডেস নামক একটি সেবার মাধ্যেমে ভিসা সংক্রান্ত সেবা, হোটেল বুকিং, হলিডে প্যাকেজ, মেডিকেল ট্যুরিজম, পিক অ্যান্ড ড্রপ সার্ভিসসহ নানা সেবা পাওয়া যাবে এক ছাতার নিচে।
তিনি বিজনেস বাংলাদেশকে আরও বলেন, এ ছাড়া বিমান লোয়ালেটি ক্লাবের সদস্যদের যাত্রা বিবেচনায় গ্রিন, সিলভার ও গোল্ড নামে তিন ধরনের কার্ড দেয়া হচ্ছে। যার মাধ্যমে বিমান বাংলাদেশের বিভিন্ন ধরণের সেবা পাবেন এর সদস্য যাত্রীরা।

























