০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬

কয়লাবাহী বাল্কহেডের নিখোঁজ ৫ ক্রুকে উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড

বাগেরহাটের মোংলার হাড়বাড়িয়ায় সুন্দরবনের পশুর নদীতে কয়লাবাহী বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জনকে উদ্ধারে কাজ করছেন কোস্ট গার্ড সদস্যরা। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন খন্দকার মুনিফ তকি জানান, গত ১৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হারবারিয়া ৯নং বয়ার কাছে সাত জন ক্রুসহ একটি লাইটার ভেসেল ফারদিন-১ ডুবে যায়।

এ ঘটনার পর রাত আনুমানিক ১০টায় কোস্ট গার্ডের বেইস মোংলা ও বিসিজি স্টেশন হারবারিয়া থেকে বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। এ ছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ সোনার বাংলা উদ্ধার অভিযানে অংশ নেয়। উল্লেখ্য, ডুবে যাওয়া বাল্কহেডের সাত ক্রুর মধ্যে দুই জনকে কোস্ট গার্ড উদ্ধার করতে সক্ষম হয় এবং নিখোঁজ রয়েছেন পাঁচ জন। উদ্ধার দুজন হলেন– পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার পাইটখালি গ্রামের রায়হান চৌধুরী ও মোংলার মাঘরডোনা নারিকেল তলা গ্রামের রুবল।

নিখোঁজ ব্যক্তিরা হলেন– বোট মাস্টার পিরোজপুরের মহিউদ্দিন, রবিউল ও নুর আলম এবং ভাণ্ডারিয়ার জিহাদ ও মোংলার শামসু। উল্লেখ্য, মোংলা বন্দরে অবস্থান করা মাল্টার পতাকাবাহী এলিনা বি জাহাজ থেকে কয়লা বোঝাই করে ফারদিন-১। এলিনা বি থেকে প্রায় ৬শ’ টন কয়লা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সেটি। হারবাড়িয়া ৯ নম্বরে এসে হ্যান্ডিপার্ক নামে একটি জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে বাল্কহেডটি ডুবে যায়।

ট্যাগ :
জনপ্রিয়

কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন’র উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা

কয়লাবাহী বাল্কহেডের নিখোঁজ ৫ ক্রুকে উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড

প্রকাশিত : ১২:০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১

বাগেরহাটের মোংলার হাড়বাড়িয়ায় সুন্দরবনের পশুর নদীতে কয়লাবাহী বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জনকে উদ্ধারে কাজ করছেন কোস্ট গার্ড সদস্যরা। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন খন্দকার মুনিফ তকি জানান, গত ১৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হারবারিয়া ৯নং বয়ার কাছে সাত জন ক্রুসহ একটি লাইটার ভেসেল ফারদিন-১ ডুবে যায়।

এ ঘটনার পর রাত আনুমানিক ১০টায় কোস্ট গার্ডের বেইস মোংলা ও বিসিজি স্টেশন হারবারিয়া থেকে বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। এ ছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ সোনার বাংলা উদ্ধার অভিযানে অংশ নেয়। উল্লেখ্য, ডুবে যাওয়া বাল্কহেডের সাত ক্রুর মধ্যে দুই জনকে কোস্ট গার্ড উদ্ধার করতে সক্ষম হয় এবং নিখোঁজ রয়েছেন পাঁচ জন। উদ্ধার দুজন হলেন– পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার পাইটখালি গ্রামের রায়হান চৌধুরী ও মোংলার মাঘরডোনা নারিকেল তলা গ্রামের রুবল।

নিখোঁজ ব্যক্তিরা হলেন– বোট মাস্টার পিরোজপুরের মহিউদ্দিন, রবিউল ও নুর আলম এবং ভাণ্ডারিয়ার জিহাদ ও মোংলার শামসু। উল্লেখ্য, মোংলা বন্দরে অবস্থান করা মাল্টার পতাকাবাহী এলিনা বি জাহাজ থেকে কয়লা বোঝাই করে ফারদিন-১। এলিনা বি থেকে প্রায় ৬শ’ টন কয়লা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সেটি। হারবাড়িয়া ৯ নম্বরে এসে হ্যান্ডিপার্ক নামে একটি জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে বাল্কহেডটি ডুবে যায়।