নারায়ণগঞ্জের রুপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ মার্চ) রাতে ও রবিবার (২৫ মার্চ) দুপুরে রূপসীসহ আশপাশের এলাকায় লাশগুলো ভেসে ওঠে। পরে স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তারাব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদুল্লাহ।
এরা হলেন- রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়ার আজিজুল মিয়ার ছেলে কারখানা শ্রমিক লতিফ খান (১৮), পূর্ব ধোলাইরপাড় এলাকার রবিউল মিয়ার ছেলে টেইলার্স শ্রমিক শরীফ (২৮), একই এলাকার নাসিরউদ্দিনের ছেলে জুতা ব্যবসায়ী তুষার আহমেদ (২৬), জয়নাল মিয়ার ছেলে নাট বল্টু ব্যবসায়ী সাইফুল ইসলাম রিপন বাবু (২০) এবং রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকার সিরাজুল ইসলামের ছেলে জসিম খান (২৮)।
গত শুক্রবার (২৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রুপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীতে বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে এই পাঁচজন নিখোঁজ হন। সুলতানা কামাল ব্রিজ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর দক্ষিণ রুপসী ঘাট থেকে পূর্বপাড়ের উদ্দেশে রওনা দিয়েছিল নৌকাটি।

























