০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ জাদুঘরে টিকিট লাগবে না

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিনামূল্যে প্রবেশ উন্মুক্ত রেখেছে জাদুঘর কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের জনসংযোগ বিভাগ।

জানা গেছে, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাদুঘর সবার জন্য বিনামূল্যে খোলা রাখা হয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশু, সাধারণ জনগণও এখান থেকে নিজেদের মুক্তিযুদ্ধের জ্ঞান আরও সমৃদ্ধ করতে পারবে। এদিন জাদুঘর বিনামূল্যে উন্মুক্ত থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

জাদুঘর ঘুরে দেখা গেছে, জাতীয় এ দিবসটিতে অনেকেই ভিড় জমিয়েছেন জাদুঘরে। তবে এদের মধ্য স্কুল-কলেজের শিক্ষার্থী আর অভিভাবকদের সঙ্গে শিশুদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

দর্শনার্থী সাবিহা জান্নাত ও তার বন্ধুরা জানান, বিশেষ দিবসে জাদুঘরে বিনামূল্যে প্রবেশ একটি দারুণ ব্যাপার। এর ফলে দর্শনার্থীদের আগ্রহ আরও বাড়বে। পাশাপাশি তারা মুক্তিযুদ্ধ এবং এর ইতিহাস সম্পর্কেও জানতে পারবে বিস্তারিত।

মুক্তিযুদ্ধ জাদুঘর দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন হয় ১৯৯৬ সালের ২২ শে মার্চ। মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু আছে এই জাদুঘরে।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ জাদুঘরে টিকিট লাগবে না

প্রকাশিত : ০৩:৩০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিনামূল্যে প্রবেশ উন্মুক্ত রেখেছে জাদুঘর কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের জনসংযোগ বিভাগ।

জানা গেছে, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাদুঘর সবার জন্য বিনামূল্যে খোলা রাখা হয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশু, সাধারণ জনগণও এখান থেকে নিজেদের মুক্তিযুদ্ধের জ্ঞান আরও সমৃদ্ধ করতে পারবে। এদিন জাদুঘর বিনামূল্যে উন্মুক্ত থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

জাদুঘর ঘুরে দেখা গেছে, জাতীয় এ দিবসটিতে অনেকেই ভিড় জমিয়েছেন জাদুঘরে। তবে এদের মধ্য স্কুল-কলেজের শিক্ষার্থী আর অভিভাবকদের সঙ্গে শিশুদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

দর্শনার্থী সাবিহা জান্নাত ও তার বন্ধুরা জানান, বিশেষ দিবসে জাদুঘরে বিনামূল্যে প্রবেশ একটি দারুণ ব্যাপার। এর ফলে দর্শনার্থীদের আগ্রহ আরও বাড়বে। পাশাপাশি তারা মুক্তিযুদ্ধ এবং এর ইতিহাস সম্পর্কেও জানতে পারবে বিস্তারিত।

মুক্তিযুদ্ধ জাদুঘর দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন হয় ১৯৯৬ সালের ২২ শে মার্চ। মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু আছে এই জাদুঘরে।