নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত শাহীন ব্যাপারী সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ডের প্রধান ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার মেসেজে কথা হয়েছে। উনি শাহীন ব্যাপারীর মৃত্যুর খবর শুনে সমবেদনা জানিয়েছেন। এ ঘটনা তাঁকে মর্মাহত করেছে।
সোমবার রাত ৮টার দিকে শাহীনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

























