০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

গাজীপুরে হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন

গাজীপুরের টঙ্গীতে অজয় চন্দ্র দাস নামে এক রিকশাচালককে হত্যার দায়ে মানিক রাজবংশি নামে আরেক রিকশাচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক মঙ্গলবার সকালে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মানিক রাজবংশি টাঙ্গাইলের বাসাইল থানার করাতীপাড়া এলাকার সন্তোষ রাজবংশির ছেলে। নিহত অজয় চন্দ্র দাস নেত্রকোনার মোহনগঞ্জ থানার রানাহিজল এলাকার মৃত. বুদু চন্দ্র দাসের ছেলে।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাতাইশ এলাকায় স্বপরিবারে বাসা ভাড়া থেকে রিকশাভ্যান চালাতো নিহত অজয় চন্দ্র দাস ও দণ্ডপ্রাপ্ত মানিক রাজবংশি। ২০১৪ সালের ১২ মে সকাল সাড়ে ৮টার দিকে আসামি মানিক পূর্ব শত্রুতার জেরে অজয়কে লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে গুরুত আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করে এবং আসামিকে আটক করে পুলিশে দেয়।

এর দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় অজয় হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী হিরণ রানী দাস বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দালিখ করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মো. হারিজ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে ছিলেন ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)।

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

গাজীপুরে হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন

প্রকাশিত : ১২:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮

গাজীপুরের টঙ্গীতে অজয় চন্দ্র দাস নামে এক রিকশাচালককে হত্যার দায়ে মানিক রাজবংশি নামে আরেক রিকশাচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক মঙ্গলবার সকালে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মানিক রাজবংশি টাঙ্গাইলের বাসাইল থানার করাতীপাড়া এলাকার সন্তোষ রাজবংশির ছেলে। নিহত অজয় চন্দ্র দাস নেত্রকোনার মোহনগঞ্জ থানার রানাহিজল এলাকার মৃত. বুদু চন্দ্র দাসের ছেলে।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাতাইশ এলাকায় স্বপরিবারে বাসা ভাড়া থেকে রিকশাভ্যান চালাতো নিহত অজয় চন্দ্র দাস ও দণ্ডপ্রাপ্ত মানিক রাজবংশি। ২০১৪ সালের ১২ মে সকাল সাড়ে ৮টার দিকে আসামি মানিক পূর্ব শত্রুতার জেরে অজয়কে লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে গুরুত আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করে এবং আসামিকে আটক করে পুলিশে দেয়।

এর দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় অজয় হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী হিরণ রানী দাস বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দালিখ করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মো. হারিজ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে ছিলেন ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)।