খুলনা নগরীতে একটি বেসরকারি জুট মিলে ভয়াবহ আগুন ধরেছে। আজ মঙ্গলবার বিকেলে খানজাহান আলী থানাধীন খুলনা-যশোর বাইপাস সড়কে ‘এফ আর জুট মিলে’ এ আগুন ধরে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
এ ব্যাপারে খানজাহান আলী থানার ওসি মো. লিয়াকত আলী জানান, বিকেল সোয়া তিনটার দিকে এফ আর জুট মিলের সুতা তৈরির পর বাতিল হওয়া সুতার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আরও তিনটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরো জানান, আগুনের ভয়াবহতা দেখে মনে হচ্ছে চারটি গুদামের পাটজাত দ্রব্য অবশিষ্ট নেই।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবুল হোসেন বলেন, আগুন কীভাবে লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এই মূহূর্তে নিরূপন করা সম্ভব নয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি টিম কাজ করছে।




















