রাজশাহীর তানোর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে এএসআই শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজন ও মঙ্গলবারে এজনকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, তানোর পৌর এলাকার আমশো মথুরাপুর গ্রামের মৃত গরীবুল্লাহ মোল্লার পুত্র আজিজুর রহমান ওরফে আজম আলী, জিওল চাঁদপুর গ্রামের কালামের ছেলে জুয়েল রানা, আমশো গ্রামের আয়নালের ছেলে হাসান আলী ও তালন্দ পাহাড়িয়াপাড়ার নয়ন শিং এর স্ত্রী মায়া রাণী শিং।
বিষয়টি নিশ্চিত করেন তানোর থানার ওসি রেজাউল ইসলাম।




















