চাঁদপুরে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বুধবার আদালতে আসামিদের উপস্থিততে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁদপুর মতলব উত্তর উপজেলার সুফিয়ান আহমেদ শিবির, সাইফুর ইসলাম সুজন ও মো. শরীফ সরদার।
মামলার অভিযোগে জানা যায়, ২০০৯ সালের ২৬ ফ্রেব্রুয়ারি মাসুদ রানাকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই ফারুক ব্যাপারী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩০ মে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে মামলার বিচার কাজ শুরু হয়।




















