চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. মোবারক (৩৬) ও মো. সালমান (২৩)।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড়তলী থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোবারক ও সালমানকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।




















