গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মেয়ের জামাতা সাইফুল ইসলামের ছুরিকাঘাতে শাশুড়ি খায়রুন্নেছা (৫৫) খুন হয়েছেন। বুধবার রাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মরুয়াদহ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খায়রুন্নেছা ওই গ্রামের মৃত আ. ছামাদ মিয়ার স্ত্রী।
নিহতের ছেলে কামরুল ইসলাম জানান, খায়রুন্নেছার মেয়ে শাহানা আকতারের সঙ্গে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গ্রামের আ. জলিল মিয়ার ছেলে সাইফুলের ১২ বছর আগের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে বছর খানেক আগে শাহানাকে তালাক দেয় সাইফুল।
শাহানাকে আবার বিয়ে করতে চায় সাইফুল। কিন্তু এতে রাজি নন শাহানা ও তার মা-ভাই। এরই জেরে ওই রাতে সাইফুল শ্বশুরবাড়ি গিয়ে কৌশলে শাশুড়িকে ঘর থেকে ডেকে বের করে। পরে বাড়ির পাশে দাঁড়িয়ে কথা বলার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে খায়রুন্নেছার ঘাড়ের নিচে ছুরিকাঘাত করে সাইফুল।
এ সময় খারুন্নেছার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় সাইফুল। পরে খায়রুন্নেছাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদুলাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ বৃহস্পতিবার গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।




















