০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬

ভারতের পার্লামেন্টে ৪ শতাধিক কর্মী করোনা আক্রান্ত

ভারতের পার্লামেন্টের চার শতাধিক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানুয়ারির শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া পার্লামেন্টের বাজেট অধিবেশনের আগে এমন তথ্য কর্তৃপক্ষের উদ্বেগ বাড়িয়েছে বলে এক প্রতিবেদনে রোববার জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের মোট ১ হাজার ৪০৯ কর্মীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

এর মধ্যে লোকসভার ২০০, রাজ্যসভার ৬৯ এবং ১৩৩ জন পার্লামেন্টের সাধারণ কর্মীর শরীরে করোনার অস্তিত্ব মেলে। গত ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এই নমুনা পাঠানো হয় জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। তারা ওমিক্রনে আক্রান্ত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাপারটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আক্রান্ত কর্মীদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। পার্লামেন্টকর্মীদের কাছে পাঠানো অভ্যন্তরীণ বার্তায় সবাইকে সতর্ক থাকতে বলেছে সংসদ কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএনআইকে একজন কর্মকর্তা বলেন, ‘পার্লামেন্টের এই কর্মীরা ওমিক্রনে আক্রান্ত কি না, সে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।’কর্তৃপক্ষ জানিয়েছে, যারা পার্লামেন্টে প্রাঙ্গণের বাইরে আক্রান্ত হয়েছেন, তাদের নাম এ তালিকায় নেই। একসঙ্গে এত কর্মীর শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হওয়ার পর নড়েচড়ে বসেছেন কর্মকর্তারা। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

আইসোলেশনে আছেন লোকসভা ও রাজ্যসভার কয়েকজন কর্মকর্তাও। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন বাজেট অধিবেশন কীভাবে বসবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমন অবস্থায় করোনা ও অন্যান্য বিষয় নিয়ে রোববার বৈঠকে বসছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্যাগ :
জনপ্রিয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাযায় মানুষের ঢল

ভারতের পার্লামেন্টে ৪ শতাধিক কর্মী করোনা আক্রান্ত

প্রকাশিত : ১২:০০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২

ভারতের পার্লামেন্টের চার শতাধিক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানুয়ারির শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া পার্লামেন্টের বাজেট অধিবেশনের আগে এমন তথ্য কর্তৃপক্ষের উদ্বেগ বাড়িয়েছে বলে এক প্রতিবেদনে রোববার জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের মোট ১ হাজার ৪০৯ কর্মীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

এর মধ্যে লোকসভার ২০০, রাজ্যসভার ৬৯ এবং ১৩৩ জন পার্লামেন্টের সাধারণ কর্মীর শরীরে করোনার অস্তিত্ব মেলে। গত ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এই নমুনা পাঠানো হয় জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। তারা ওমিক্রনে আক্রান্ত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাপারটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আক্রান্ত কর্মীদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। পার্লামেন্টকর্মীদের কাছে পাঠানো অভ্যন্তরীণ বার্তায় সবাইকে সতর্ক থাকতে বলেছে সংসদ কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএনআইকে একজন কর্মকর্তা বলেন, ‘পার্লামেন্টের এই কর্মীরা ওমিক্রনে আক্রান্ত কি না, সে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।’কর্তৃপক্ষ জানিয়েছে, যারা পার্লামেন্টে প্রাঙ্গণের বাইরে আক্রান্ত হয়েছেন, তাদের নাম এ তালিকায় নেই। একসঙ্গে এত কর্মীর শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হওয়ার পর নড়েচড়ে বসেছেন কর্মকর্তারা। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

আইসোলেশনে আছেন লোকসভা ও রাজ্যসভার কয়েকজন কর্মকর্তাও। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন বাজেট অধিবেশন কীভাবে বসবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমন অবস্থায় করোনা ও অন্যান্য বিষয় নিয়ে রোববার বৈঠকে বসছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।