১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ভালুকায় দগ্ধ তিনজনই চলে গেলেন

ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে দীপ্ত সরকারের মৃত্যু হয়েছে। দীর্ঘ ছয় দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন দীপ্ত।

ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, তার শরীরের ৫৪ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে বৃহস্পতিবার রাত দেড়টায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমানের (২৪) মৃত্যু হয়।

তার আগে বুধবার রাতে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ শাহীন।

এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় সবাই মারা গেলেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার (২৪ মার্চ) দিনগত রাতে ভালুকার মাস্টার বাড়ি এলাকার একটি ৬তলা ভবনের ৩ তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে এ ঘটনায় দগ্ধ তিনজনকে রবিববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

ভালুকায় দগ্ধ তিনজনই চলে গেলেন

প্রকাশিত : ১১:০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮

ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে দীপ্ত সরকারের মৃত্যু হয়েছে। দীর্ঘ ছয় দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন দীপ্ত।

ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, তার শরীরের ৫৪ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে বৃহস্পতিবার রাত দেড়টায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমানের (২৪) মৃত্যু হয়।

তার আগে বুধবার রাতে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ শাহীন।

এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় সবাই মারা গেলেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার (২৪ মার্চ) দিনগত রাতে ভালুকার মাস্টার বাড়ি এলাকার একটি ৬তলা ভবনের ৩ তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে এ ঘটনায় দগ্ধ তিনজনকে রবিববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।