ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন চারজন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় তিনজন এবং অন্যান্য বিভাগে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে একজন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী রয়েছে ২৬ জন।
ঢাকার ৪৭ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী ২১ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ১৯ জন। গত ১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ১০৮ জন। একই সময়ে মোট ছাড়প্রাপ্ত রোগী ৮২ জন।