সাতক্ষীরায় নবনির্মিত দেবহাটা থানা ভবন ও সাতক্ষীরা পুলিশ নারী ব্যারাক উদ্বোধন করতে দুই দিনের সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
নতুন থানা ভবন উদ্বোধন শেষে দেবহাটা হাইস্কুল মাঠে স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
মতবিনিময় শেষে কালীগঞ্জ উপজেলার নলতায় খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এর মাজার জিয়ারত এবং পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে স্বর্ণ কিশোরীদের সংবর্ধনা অনুষ্ঠানে নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এরপর শনিবার বিকাল সাড়ে ৩টায় দেবহাটা উপজেলার দেবীশহর ফুটবল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী শ্যামনগর উপজেলায় সুন্দরবন ভ্রমণ এবং স্থানীয় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে রবিবার বাগেরহাটে র্যাবের একটি কর্মসূচিতে অংশ নেবেন।
দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।




















