০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

আফগানিস্তানে দূতাবাস বন্ধের ঘোষণা শ্রীলঙ্কার

অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তার কথা বিবেচনা করে আফগানিস্তানের কাবুলে নিজেদের দূতাবাস বন্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক জি.এল পেইরিস মন্ত্রিসভাকে অবগত করেন যে, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের নির্দেশে সাময়িক সময়ের জন্য লঙ্কান দূতাবাস বন্ধ হতে যাচ্ছে।

দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি টেনে গত বছরের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিনসহ বিদেশি সেনারা চলে যায়। ফলে তালেবান গোষ্ঠীর হাতে আফগানিস্তানের শাসন চলে যাওয়ায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা চরমে পৌঁছেছে। গত বছরেই বেশির ভাগ দেশ দূতাবাস বন্ধ করে দেয়।

দেরিতে হলেও কাবুলে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলম্বো। ২০১৪ সালে দুইজন কর্মকর্তা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল লঙ্কান দূতাবাস। এদের মধ্যে মহামারী করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। তালেবান যখন কাবুল বিমানবন্দর দখল করে নেয় তখন অন্যজন শ্রীলঙ্কায় ছুটিতে চলে আসেন। কবে নাগাদ দূতাবাস পুনরায় খোলা হবে এ বিষয়ে কিছু জানায়নি দেশটির সরকার।

ট্যাগ :

দুদকের ২ উপপরিচালক বরখাস্ত

আফগানিস্তানে দূতাবাস বন্ধের ঘোষণা শ্রীলঙ্কার

প্রকাশিত : ১২:০০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২

অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তার কথা বিবেচনা করে আফগানিস্তানের কাবুলে নিজেদের দূতাবাস বন্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক জি.এল পেইরিস মন্ত্রিসভাকে অবগত করেন যে, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের নির্দেশে সাময়িক সময়ের জন্য লঙ্কান দূতাবাস বন্ধ হতে যাচ্ছে।

দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি টেনে গত বছরের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিনসহ বিদেশি সেনারা চলে যায়। ফলে তালেবান গোষ্ঠীর হাতে আফগানিস্তানের শাসন চলে যাওয়ায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা চরমে পৌঁছেছে। গত বছরেই বেশির ভাগ দেশ দূতাবাস বন্ধ করে দেয়।

দেরিতে হলেও কাবুলে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলম্বো। ২০১৪ সালে দুইজন কর্মকর্তা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল লঙ্কান দূতাবাস। এদের মধ্যে মহামারী করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। তালেবান যখন কাবুল বিমানবন্দর দখল করে নেয় তখন অন্যজন শ্রীলঙ্কায় ছুটিতে চলে আসেন। কবে নাগাদ দূতাবাস পুনরায় খোলা হবে এ বিষয়ে কিছু জানায়নি দেশটির সরকার।