রংপুরের বিশেষ জজ আদালতের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা শুক্রবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন।
বাবু সোনার ছোটভাই সুশান্ত ভৌমিক সুবল বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৬টার দিকে বাবু সোনা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। কোথায় গিয়েছেন সে বিষয়ে কাউকে কিছু বলে যাননি। তাকে খুঁজে না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন পরিবারের লোকজন।
এ ঘটনায় রংপুর কোতয়ালী থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সম্ভাব্য সব জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে বলেও তিনি জানান।
অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জঙ্গিদের হাতে নিহত আলোচিত জাপানি নাগরিক হোসি কুনিও এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলা পরিচালনাকারী প্রধান আইনজীবী ছিলেন। তার নেতৃত্বে ওই দুই মামলায় সাত জঙ্গির ফাঁসি রায় দিয়েছে আদালত।
এ ছাড়াও তিনি রংপুর আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধক্ষ্য ছিলেন। জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রংপুর বিভাগের ট্রাস্টি ছিলেন। এ ছাড়াও পুজা উদযাপন পরিষদ সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রথম সারির নেতা ছিলেন।
রংপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া জানান, তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর থেকে পুলিশ, র্যাব ও পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে উদ্ধারের জন্য মাঠে নেমেছে। জঙ্গিদের মামলা পরিচালনার বিষয়টিসহ বিভিন্ন বিষয় মাথায় নিয়ে আমরা কাজ করছি। তার মোবাইল ফোনটিও ট্রাকিং করে দেখা হচ্ছে।




















