১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত অমর একুশে বইমেলা আয়োজনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বইমেলার আয়োজন নিয়ে প্রকাশকদের সঙ্গে বাংলা একাডেমির এক বৈঠকের পর এ প্রস্তাব গৃহীত হয়।
বৈঠকে উপস্থিত বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি ও অন্য প্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার দুপুরে তিনি জানান, বাংলা একাডেমির সাথে বৈঠকে প্রকাশনা সংস্থাগুলোর পক্ষে দুই সংগঠনের নেতারা আগামি ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত সাস্থ্যবিধি মেনে মেলা আয়োজনের প্রস্তাব দিয়েছেন। সর্বসম্মত এই সিদ্ধান্ত সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে তা চূড়ান্ত হবে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলা একাডেমিতে আয়োজিত সভায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনা মহামারীর কারণে এ বছর অমর একুশের গ্রন্থমেলা দুই সপ্তাহ পিছানোর সিদ্ধান্ত নেয় সরকার। গত বছরও করোনার কারণে একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। পরে বিধিনিষেধের মাঝে ১৮ মার্চ মেলা শুরু হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ























