গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। এসময় আহত অন্তত ২৬জন হন। উপজেলার বিশম্বরদি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে শনিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের বাসটি বিশম্বরদি এলাকা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সেখানে একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা পরে ২৮জনকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর, ফরিদপুরে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ পাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে দীপন বিশ্বাস নামে ২৮ বছর বয়সী এক যুবকসহ দু’জন হাসপাতালে মারা যায়। দীপন বরিশাল আগৈলঝাড়ার মাখন বিশ্বাসের ছেলে।
মুকসুদপুর উপজেলার সিন্ধয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহিদুল ইসলাম জানান, নিহত বাকি ছয়জনের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। তাদের মধ্যে ওই বাসের সুপারভাইজার অসীম মাঝি (৩৫) ও হাসান মিয়া (২৫) নামে এক যাত্রীর পরিচয় জানা গেছে।




















