১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রায় আট বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর সফরে যাচ্ছেন। রবিবার বেলা ১১টায় চাঁদপুর পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সেখানে তিনি ৪৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। এর মধ্যে ২৩টি প্রকল্পের উদ্বোধন ও ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

প্রধানমন্ত্রী বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ ন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প উদ্বোধন করবেন। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর কার্যক্রম শেষে স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি প্রথম চাঁদপুর সফর। এর আগে তিনি ২০১০ সালে চাঁদপুর সফর করেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে চাঁদপুরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সড়ক ও অলিতে-গলিতে তোরণ, বিলবোর্ড ও ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতির সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শিত হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:৫৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮

প্রায় আট বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর সফরে যাচ্ছেন। রবিবার বেলা ১১টায় চাঁদপুর পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সেখানে তিনি ৪৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। এর মধ্যে ২৩টি প্রকল্পের উদ্বোধন ও ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

প্রধানমন্ত্রী বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ ন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প উদ্বোধন করবেন। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর কার্যক্রম শেষে স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি প্রথম চাঁদপুর সফর। এর আগে তিনি ২০১০ সালে চাঁদপুর সফর করেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে চাঁদপুরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সড়ক ও অলিতে-গলিতে তোরণ, বিলবোর্ড ও ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতির সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শিত হচ্ছে।