আসন্ন পবিত্র রমজানে পানি সংকট হবে না বলে দাবি করেছে ওয়াসা। রাজধানীর অন্তত ৯৫ ভাগ এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। আমরা আশা করি শুষ্ক মৌসুমে পানির সমস্যা হবে না। তবে যে সমস্যা আছে, সেগুলো সারা বছরই থাকে। তবে সেই সমস্যাগুলো শনাক্ত করার জন্য কারিগরি, মানসিক প্রস্তুতি আছে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এ দাবি করেন।
সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, পরিকল্পনাবিহীন ডেভলপ মেগা সিটিতে একটি পরিকল্পনা ওয়াটার ম্যানেজমেন্ট চাইবেন এটা এত সহজ নয়। তবুও আমরা দাবি করি পরিকল্পনা ওয়াটার ম্যানেজমেন্ট করছি। তার মানে আমাদের মাস্টার প্ল্যান রোডম্যাপ নিয়ে এগোচ্ছি।
৯৪, ৯৬, ৯৩% আমাদের নিয়ন্ত্রণে আছে। বাকিটুকু আমাদের নিয়ন্ত্রণে নেই। তবুও আমরা পুরপুরি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। সাধারণ মানুষের পক্ষে একটা খাল দখল করা সম্ভব না।
খাল দখল করা চুনপটি কোনো কিছু না। এটা খুবই দুঃখজনক হলেও সত্য। তাই আমরা চেষ্টা করছি খালগুলোকে দখলমুক্ত করে নব্যতা দেয়ার।

























