টানা পাঁচদিন পর সর্বশেষ একদিনে একজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ঢাকার বাইরের একটি হাসপাতালে ভর্তি হন। ফলে বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি রয়েছেন একজন ডেঙ্গুরোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরের ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ১৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৪৩ জন। বাকি একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে গত বছর (২০২১ সালে) রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মারা যান ১০৫ জন।