১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

বদলে গেল ৫ জেলার ইংরেজি বানান

চট্টগ্রামসহ দেশের পাঁচটি জেলার ইংরেজি নামের বানান পরিবর্তন করা হয়েছে। অন্য জেলাগুলো হলো- বরিশাল, বগুড়া, কুমিল্লা ও যশোর। বাংলা নামের সঙ্গে সামঞ্জস্যতা আনতেই এই পরিবর্তন করা হয়েছে।

সোমবার (২ এপ্রিল) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাবটি পাস হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) এএনএম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘গেজেট পাস করে এখন প্রস্তাবটি বাস্তবায়ন করা হবে।’

এতদিন চট্টগ্রাম জেলা ও বিভাগের ইংরেজি বানান ছিল Chittagong যা এখন বাংলা নামের সঙ্গে মিলিয়ে Chattogram করা হয়েছে। চট্টগ্রামের প্রস্তাবিত বানান ছিল Chattagram।

এছাড়া বরিশালের ইংরেজি বানান Barisal-এর স্থলে Barishal এবং বগুড়ার বানান Bogra-এর স্থলে Bogura করা হয়েছে। বগুড়ার প্রস্তাবিত নামের বানান ছিল Bagura।

যশোরের বানান Jessore-এর বদলে Jashore এবং কুমিল্লার বানান Comilla-এর স্থলে Cumilla করা হয়েছে। কুমিল্লার প্রস্তাবিত নামের বানান ছিল Kumilla।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

বদলে গেল ৫ জেলার ইংরেজি বানান

প্রকাশিত : ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮

চট্টগ্রামসহ দেশের পাঁচটি জেলার ইংরেজি নামের বানান পরিবর্তন করা হয়েছে। অন্য জেলাগুলো হলো- বরিশাল, বগুড়া, কুমিল্লা ও যশোর। বাংলা নামের সঙ্গে সামঞ্জস্যতা আনতেই এই পরিবর্তন করা হয়েছে।

সোমবার (২ এপ্রিল) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাবটি পাস হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) এএনএম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘গেজেট পাস করে এখন প্রস্তাবটি বাস্তবায়ন করা হবে।’

এতদিন চট্টগ্রাম জেলা ও বিভাগের ইংরেজি বানান ছিল Chittagong যা এখন বাংলা নামের সঙ্গে মিলিয়ে Chattogram করা হয়েছে। চট্টগ্রামের প্রস্তাবিত বানান ছিল Chattagram।

এছাড়া বরিশালের ইংরেজি বানান Barisal-এর স্থলে Barishal এবং বগুড়ার বানান Bogra-এর স্থলে Bogura করা হয়েছে। বগুড়ার প্রস্তাবিত নামের বানান ছিল Bagura।

যশোরের বানান Jessore-এর বদলে Jashore এবং কুমিল্লার বানান Comilla-এর স্থলে Cumilla করা হয়েছে। কুমিল্লার প্রস্তাবিত নামের বানান ছিল Kumilla।