ইউক্রেনের নাগরিকদের রাশিয়ার সেনাবাহিনীকে ঠেকানোর লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, যারা দেশকে রক্ষায় অস্ত্র চাইবেন তাদের তা দেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার স্থল, আকাশ ও নৌপথে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে কোনও দেশের বিরুদ্ধে আরেকটি দেশের সবচেয়ে বড় হামলা ও সংঘাত এটি। জেলেনস্কি রুশ নাগরিকদের এই যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।
এর আগে মধ্যরাতে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘তারা (রাশিয়া) যদি হামলা করে, যদি আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন দখল করতে চায়, তাহলে আমরাই আমাদের রক্ষা করবো।’ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘হামলা চালালে আমাদের মুখই দেখতে পাবেন, আমাদের পিঠ নয়।’