তরুণ পাঠকদের পদচারণায় মুখরিত অমর একুশে গ্রন্থমেলা। প্রাণের বইমেলায় তরুণ পাঠকরাই সবচেয়ে বেশি বই কেনেন বলে মনে করেন প্রকাশকরা। সৃষ্টিসুখের ভাগীদার হতে তরুণ বইপ্রেমীরা খুঁজে ফেরেন বৈচিত্র্যপূর্ণ লেখা। চোখে-মনে যারা জ্ঞানের আলো জ্বেলে রাখতে চান, সেই তরুণরা বইমেলায় আসেন প্রাণের কল্লোল নিয়ে। সৃষ্টিসুখের উল্লাসে নতুনত্বের প্রয়াসে আসেন বিষয় বৈচিত্র্যের বই খুঁজে খুঁজে নিতে।
মেলা যখন উত্তাল মার্চে, তখন মেলা অঙ্গনজুড়ে দেখা তরুণ পাঠকদের উপস্থিতি বেশি পাওয়া গেল। এক তরুণী বলেন, ‘গল্প, উপন্যাস, কবিতা–সব ধরনের বই পড়তে ভালো লাগে। কয়েকজন তরুণ খুব ভালো লেখালিখি করছেন। তাদের সবার বই পড়ার চেষ্টা করি।’তরুণ পাঠকরা কেউ কেউ বেছে নিচ্ছেন থ্রিলার, কারও আবার পছন্দ উপন্যাস। এক লেখিকা বলেন, ‘কবিতাগুলো অনুভূতি নিয়েই তুলে ধরার চেষ্টা করি।
এখনকার প্রজন্মের তরুণদের অনুভূতির সঙ্গে আসলে মিলে যায়।’সাহ্যিত্যের সব মাধ্যমের প্রতি তরুণদের আগ্রহ বইমেলাকে যেমনিভাবে মুখরিত করেছে, তেমনি এক নতুন সম্ভাবনাময় বাংলাদেশের হাতছানি দিচ্ছে।