০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

মামলা জট কমানো ও মিথ্যা মামলা বন্ধে সুপারিশ

আদালতের মামলার জট কমানো ও মিথ্যা মামলা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে জেলা জজ আদালতের অধস্তন কর্মচারী নিয়োগে জেলাভিত্তিক নিয়োগ প্রদান, সহকারী জজদের জন্য কম্পিউটার অপারেটর পদ সৃজন, বিচারকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করে কমিটি।

সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুল মতিন খসরু। কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, বেগম সাহারা খাতুন এবং মো. শামসুল হক টুকু বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটি মামলা দ্রুত নিষ্পত্তি করার পাশাপাশি বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ডিজিটাইজেশন করার এবং বার কাউন্সিলের কাঠামোগত উন্নয়নের সুপারিশ করে।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

মামলা জট কমানো ও মিথ্যা মামলা বন্ধে সুপারিশ

প্রকাশিত : ০৯:৪২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮

আদালতের মামলার জট কমানো ও মিথ্যা মামলা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে জেলা জজ আদালতের অধস্তন কর্মচারী নিয়োগে জেলাভিত্তিক নিয়োগ প্রদান, সহকারী জজদের জন্য কম্পিউটার অপারেটর পদ সৃজন, বিচারকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করে কমিটি।

সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুল মতিন খসরু। কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, বেগম সাহারা খাতুন এবং মো. শামসুল হক টুকু বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটি মামলা দ্রুত নিষ্পত্তি করার পাশাপাশি বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ডিজিটাইজেশন করার এবং বার কাউন্সিলের কাঠামোগত উন্নয়নের সুপারিশ করে।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।