সামরিক অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের শীর্ষ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ইউক্রেনের দায়ের করা মামলার শুনানিতে অংশ নেয়নি রাশিয়া। অবিলম্বে সংঘাত বন্ধে আইসিজের প্রতি অস্থায়ী আদেশের অনুরোধ জানিয়ে ইউক্রেনের করা এই মামলার শুনানিতে সোমবার রুশ প্রতিনিধিরা হাজির হননি। আইসিজের প্রেসিডেন্ট জোয়ান জোয়ান ডনহিউ বলেছেন, মামলার শুনানি কার্যক্রমে রাশিয়ান ফেডারেশনের অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন আদালত। ডনহিউ বলেন, নেদারল্যান্ডসে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার শুলগিন আদালতের কাছে চিঠি দিয়েছেন এবং তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, তার দেশের সরকার এই মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে চায় না।
আইসিজের শান্তি প্রাসাদ সদরদফতরে উপস্থিত না হওয়ার জন্য রাশিয়ার সমালোচনা করেছেন হেগের আদালতে ইউক্রেনের নিযুক্ত প্রতিনিধি অ্যান্টন কোরিনেভিচ। তিনি বলেছেন, ‘রাশিয়ার আসন শূন্য থাকার বিষয়টি উচ্চস্বরে কথা বলছে। আইনের এই আদালতে তারা আসেননি। তারা রণক্ষেত্রে আছেন। আমার দেশের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ চালাচ্ছেন।’ইউক্রেনের এই প্রতিনিধি বলেছেন, ‘এভাবেই রাশিয়া বিবাদের সমাধান করে।’এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি আইসিজের কাছে জরুরিভিত্তিতে মামলা দায়ের করে কিয়েভ জানায়, রাশিয়া ইউক্রেনের দনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে গণহত্যার মিথ্যা অভিযোগ তুলে অবৈধভাবে তাদের যুদ্ধকে ন্যায্যতা দিয়েছে।
রাশিয়ার সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আদেশ দিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতকে অস্থায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ইউক্রেন। অ্যান্টন কোরিনেভিচ বলেছেন, আদালতের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রয়েছে। তিনি বলেন, রাশিয়াকে অবশ্যই থামাতে হবে। এটা বন্ধ করতে আদালতের ভূমিকা আছে।