১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

দাওয়াত খেয়ে একই পরিবারের ৯ জন অচেতন, মালামাল লুট

নারায়ণগঞ্জের পাগলার দেলপাড়ায় দাওয়াত খেয়ে একই পরিবারের নয়জন অচেতন হয়ে পড়েছে। এই সুযোগে বাড়ির ভাড়াটিয়ারা মালামাল লুট করে পালিয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে বুধবার সকালে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

তারা হলেন- বাড়ির মালিক মোহাম্মদ আলী (৬০), তার স্ত্রী আমিরুনেচ্ছা (৫০), তাদের স্বজন জান্নাত (৭), পপি (২৫), জহুরা (৩০), হাবিবা (১২), সুমাইয়া (৫), সালমা (২৫) ও আবুল (৯)।

তোফায়েল নামের এক প্রতিবেশী তাদের ঢামেকে নিয়ে আসেন এবং উপস্থিত সাংবাদিকদের জানান, মোহাম্মদ আলীর বাড়ির দ্বিতীয় তলায় এক ভাড়াটিয়া থাকতেন। রাতে তাদের বাসায় দাওয়াত খেতে যান মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যরা। কিন্তু তারা বাসায় ফিরে অচেতন হয়ে পড়েন। এই সুযোগে মোহাম্মদ আলীর বাসার মালপত্র লুট করে ওই ভাড়াটিয়া পরিবার পালিয়ে যান।

বিষয়টি সকালে আশপাশের লোকজনের নজরে আসে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বাড়ি কে কবে ভাড়া নিয়েছিল, বাড়িওয়ালার বাসায় কতজন দাওয়াত খেয়েছেন, যারা অচেতন হয়েছেন, তাদের মধ্যে সম্পর্ক, কী পরিমাণ মালামাল লুট হয়েছে -এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ

দাওয়াত খেয়ে একই পরিবারের ৯ জন অচেতন, মালামাল লুট

প্রকাশিত : ১২:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮

নারায়ণগঞ্জের পাগলার দেলপাড়ায় দাওয়াত খেয়ে একই পরিবারের নয়জন অচেতন হয়ে পড়েছে। এই সুযোগে বাড়ির ভাড়াটিয়ারা মালামাল লুট করে পালিয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে বুধবার সকালে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

তারা হলেন- বাড়ির মালিক মোহাম্মদ আলী (৬০), তার স্ত্রী আমিরুনেচ্ছা (৫০), তাদের স্বজন জান্নাত (৭), পপি (২৫), জহুরা (৩০), হাবিবা (১২), সুমাইয়া (৫), সালমা (২৫) ও আবুল (৯)।

তোফায়েল নামের এক প্রতিবেশী তাদের ঢামেকে নিয়ে আসেন এবং উপস্থিত সাংবাদিকদের জানান, মোহাম্মদ আলীর বাড়ির দ্বিতীয় তলায় এক ভাড়াটিয়া থাকতেন। রাতে তাদের বাসায় দাওয়াত খেতে যান মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যরা। কিন্তু তারা বাসায় ফিরে অচেতন হয়ে পড়েন। এই সুযোগে মোহাম্মদ আলীর বাসার মালপত্র লুট করে ওই ভাড়াটিয়া পরিবার পালিয়ে যান।

বিষয়টি সকালে আশপাশের লোকজনের নজরে আসে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বাড়ি কে কবে ভাড়া নিয়েছিল, বাড়িওয়ালার বাসায় কতজন দাওয়াত খেয়েছেন, যারা অচেতন হয়েছেন, তাদের মধ্যে সম্পর্ক, কী পরিমাণ মালামাল লুট হয়েছে -এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।