টানা চার কার্যদিবস দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে নাটকীয় উত্থান হয়েছে পুঁজিবাজারে। দিনভর সূচকের উঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর আগে ১ মার্চ থেকে ০৭ মার্চ টানা চার কার্যদিবস পুঁজিবাজারে দরপতনের পর মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইনভেস্টমেন্ট করপোরেশেন অব বাংলাদেশসহ কয়েকটি প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে চারদিন পর সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের ২০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৬০৪টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১১৬টির, অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম। তাতে ডিএসইর প্রধান সূচক ১৭ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৭৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ৪ দশমিক ৬৭ পয়েন্ট তবে ডিএস-৩০ সূচক কমেছে দশমিক ৩১ পয়েন্ট। ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল কোটি ২৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার। আগের দিনের চেয়ে কয়েক কোটি টাকা বেড়েছে। এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল বিএসসি, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, লাফার্জহোলসিম, ওরিয়ন ফার্মা, অগ্রণী সিস্টেমস, ফরচুন সুজ এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২৮ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৯, অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম। এ বাজারে লেনদেন হয়েছে ২২ কোটি ২ লাখ ৯৫ হাজার ২৯০ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ২০ কোটি ৭১ লাখ ৬৮ হাজার ৮৩১ টাকার শেয়ার।
০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
চারদিন পর থামলো দরপতন
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১২:০০:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- 38
ট্যাগ :
জনপ্রিয়




















