ময়মনসিংহে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দম্পতি নিহত হয়েছেন। এসময় আরও দু’জন আহত হন। মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কারের যাত্রী পল্টু (৩০) এবং তার স্ত্রী। আহত ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আব্দুলাহ আল মামুন আরিফ (২৯) ও রাজিবকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানা গেছে, মহাসড়কে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগলে চালকসহ কারের চার যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই দম্পত্তিকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।




















