জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলোপমেন্ট ক্লাব এর স্পিড প্রেজেন্টস বিজকেস-২০২০ গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে বুধবার (৯ই মার্চ)।
উপাচার্য ড.সৌমিত্র শেখর দে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।অনুষ্ঠান শুরু হয় সকাল ১০ টায়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. সৌমিত্র শেখর দে, সভাপতি আজিজুল হাকিম পাভেল, কনভেনিয়ার মনিরুল ইসলাম মনি এবং আবু হাইসাম হিমেল, কো কনভিনেয়ার হলেন সাজ্জাদ হোসেন, নুসরাত জাহান তিনা, সঞ্জয় কুমার ঘোষ, সোহেল সাদমান ইসলাম, লুৎফুর নাসিফ পুলক।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাব কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা বিজকেস। বিজকেস একটি ন্যাশনাল ইভেন্ট। যেটা ২০২০ এ শুরু হয় কিন্তু করোনার জন্য স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠানটির কার্যক্রম আবার শুরু হয়। সারা বাংলাদেশ থেকে ৫৫+ বিশ্ববিদ্যালয় থেকে ৩৭০টা টিম অংশগ্রহণ করে। তিনটি রাউন্ডের মাধ্যমে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির টাইটেল স্পন্সর করেছে স্পিড বাংলাদেশ এবং কো -স্পন্সর হিসেবে ছিলো টুয়েলভথ ক্লোথিং। এছাড়া ১৬টি স্পন্সর ছিলো।
প্রতিযোগীতাটির ফলাফল ঘোষিত হয়েছিল ২৬শে ফেব্রুয়ারি(শনিবার)।বিজয়ী টিম হিসেবে নির্বাচিত হয়েছে টিম গেইমপ্ল্যান, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনস, প্রথম রানার্সআপ হিসেবে জয়ী হয়েছে টিম ব্রোমোসাপিয়ানস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় রানার্সআপ হয়েছে টিম আনসলভড, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিজকেস প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড.এম.সাদিকুল ইসলাম, ফিন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড.মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড.এফ এ ভি পি ব্রান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন, লঙ্কাবাংলা ফিন্যান্স লিমিটেড, পারভেজ হোসাইন, চিফ এক্সিকিউটিভ অফিসার, সোআপ, শিকদার আখতার -উজ-জামান, হেড অফ মিডিয়া এন্ড স্পন্সরশীপ, গ্রামীণফোন লিমিটেড, চন্দন কুমার পাল, সহকারী অধ্যাপক, ফিন্যান্স বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
এছাড়া প্রোগামটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























